এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার জেলার আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের ধুলাতর গ্রামে (২রা জুলাই বুধবার) সকাল ১০ ঘটিকায় সরকারের " উন্নয়ন সহায়তা " প্রকল্পের আওতায় সিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক আবু।তিনি বলেন, বতর্মান সরকার উন্নয়নের সরকার, বাংলাদেশে প্রতিটি গ্রাম - গন্জে বতর্মান সরকার রাস্তা - ঘাটে উন্নয়ন করে দিচ্ছে। যা অতিত সরকার এতো উন্নয়ন করে নাই। আগে রাস্তায় ইট সোলিং হতো এখন পাকা ঢালাই কাজ হচ্ছে, জনগণের চলাচল সুবিধা হবে। তিনি আরও বলেন, রাস্তা ঘাট উন্নয়নে মানুষ এখন আর বেকার নেই। গ্রামীন জনপদে চার্জার ভ্যান, টমটম চালিয়ে বেকার যুবক ভাইয়েরা জীবন যাপন করছেন। বতর্মান সরকারের বিভিন্ন সাফল্যের ও উন্নয়নের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আনোয়ার হোসেন জীবন, ইউপি সদস্য মহসিন আলী, ইউপি সদস্য মনি জুলফিকার এবং মহিলা সদস্যা সবিতা বেগম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ধুলাতর গ্রামের তরফদার, মাহবুবুর রহমান, ভূট্টাে আলী, হেলাল উদ্দিন, কুদ্দুস আলী, সোহেল রানা, মতিউর রহমান সরকার মৈতুন, চন্চল কুমার সরকার, মামুন রহমান সহ প্রমুখ। রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধনের পর মোনাজাত পরিবেশন করা হয়।