পহেলা আগস্ট থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বাজারে খোলা তেল বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সচেতন করতে চুয়াডাঙ্গায় মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জেলার জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় অভিযান পরিচালিত করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযানে বাজারে খোলাতেল, মুদিদোকান, দই মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানাযায়,চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনের একটি টিমের সহায়তায় জেলার জীবননগর বাজারে মঙ্গলবার দুপুর থেকে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তরফদার নিউ মার্কেটে মেসার্স গাজী স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে পুর্বে সতর্ক করা স্বত্তেও বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য, কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মেয়াদ মুল্য বিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.আবুল কাশেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিক মো. নাজমুল হককে মেয়াদ মুল্য বিহীন ও নিম্নমানের পণ্য বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।
এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে বাজারে খোলা তেল ক্রয় বিক্রয় বন্ধের বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।