এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুপচাঁচিয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, মাদক ও সন্ত্রাসকে না বলি’ এই প্রতিপাদ্যে সোমবার (৩১ জুলাই) বিকেলে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, সহ বগুড়ার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ( ভূমি), সহ সরকারি সকল কর্মকর্তা গন এবং সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনিসহ সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাজাহানপুর উপজেলা বনাম দুপচাঁচিয়া উপজেলা অংশগ্রহন করে। খেলায় শাজাহানপুর উপজেলাকে ৪-০ গোলে দুপচাঁচিয়া উপজেলা পরাজিত করে। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুপচাঁচিয়া উপজেলা চাম্পিয়ন
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৮ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউ পি, কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ

ভারতের আগরতলার বেতার শ্রোতা প্রখ্যাত ডি-এক্সার প্রদীপ কুন্ডু বাংলাদেশে আসছেন

ঠাকুরগাঁওয়ে খেঁজুর গাছের রস থেকে বাগানেই তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়

কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিরাট তাফসিরুল কুরআন মাহফিল

রুদ্র, বন্ধু আমার--- কামাল চৌধুরী

বগুড়া ঘুষ দুর্নীতিমুক্ত জেলা হবে ঘোষণা - জেলা প্রশাসক হোসনা আফরোজ

আদমদীঘিতে গভীর রাতে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আদমদীঘিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত