এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক ও সন্ত্রাসকে না বলি এই স্লোগানে এই টুর্নামেন্টের আয়োজন করে বগুড়ার জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে তরুণ যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খেলাধুলার মাধ্যমে তারাই পারবে সমাজ থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে। এজন্য যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী বেশি আগ্রহী হতে হবে।জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শারমিন  আকতার সহ বগুড়া জেলার সকল  উপজেলা নির্বাহী  অফিসার  এবং সকল সহকারী কমিশনার ( ভূমি ) এবং শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আলহাজ শেখ, বগুড়া  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক আবু, নিউইয়র্ক বাংলা ডটকমের সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ায় সাংবাদিক সহ প্রমুখ।টুর্নামেন্টে চারটি ভেন্যুতে ১২টি উপজেলা দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনে আদমদিঘী উপজেলা বনাম শাজাহানপুর  উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলা ফলাফল ড্র হয়।