NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুপচাঁচিয়া উপজেলা চাম্পিয়ন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৫৮ পিএম

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুপচাঁচিয়া উপজেলা চাম্পিয়ন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুপচাঁচিয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, মাদক ও সন্ত্রাসকে না বলি’ এই প্রতিপাদ্যে সোমবার (৩১ জুলাই) বিকেলে  বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, সহ বগুড়ার সকল উপজেলা নির্বাহী  অফিসার  এবং সহকারী কমিশনার ( ভূমি), সহ সরকারি সকল কর্মকর্তা গন এবং সদর  উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনিসহ সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাজাহানপুর উপজেলা বনাম দুপচাঁচিয়া উপজেলা অংশগ্রহন করে। খেলায় শাজাহানপুর উপজেলাকে ৪-০ গোলে দুপচাঁচিয়া উপজেলা পরাজিত করে। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।