এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বই আমরা শেলফে রেখে দিই। এসব বইয়ের কিছু জিনিস দেখার, কিছু জিনিস রাখার আর কিছু জিনিস হৃদয় দিয়ে উপলব্দি করতে হয়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে হৃদয় দিয়ে পাঠ করার ইতিহাস। সেই ইতিহাস নতুন প্রজন্মকে পাঠ করতে হবে, হৃদয়ে ধারন করতে হবে।গত শনিবার ৩ রা জুন/২৩ ইং মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বরনে- বরনে মানিকগঞ্জের শহীদ বুদ্ধিজীবী নামের গ্রন্থের প্রকাশন- উৎসবে প্রধান অতিথির বক্তব্য কবি কামাল আব্দুল নাসের চৌধুরী ওরফে কবি কামাল চৌধুরী এসব কথা বলেন।
মানিকগঞ্জ মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদ এই প্রকাশনী উৎসবের আয়োজন করে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে কবি কামাল চৌধুরী বলেন, আমাদের শিল্প সাহিত্য ও রাজনীতি কোনো ক্ষেত্রেই আমরা যেন ভবিষ্যতে মাথা উচু করে না দাঁড়ায় তা পাকিস্তানিরা চেয়েছিল। এজন্য তারা আমাদের শিল্প ও সংস্কতিকে ধবংস করতে চেয়েছিল। একটা সময় পাকিস্তানিরা আমাদের কে নিয়ে উল্টো - পাল্টা কথাবার্তা বলেছিল।আজ পাকিস্তানিরা বলে,' সিঙ্গাপুরে যেতে হবে না, বাংলাদেশ কে দেখো'। আজ সামাজিক অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্খ সহ সব ক্ষেত্রে বাংলাদেশ এ রকম একটি জায়গায় উপনিত হয়েছে।
কবি কামাল চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ছিলেন সারা পৃথিবীতে একমাএ রাজনীতির কবি। পৃথিবীর আরও কোনো নেতা কে রাজনীতি কবি হিসেবে আখ্যা দেওয়া হয় নি। রাজনীতি কবি কে বুঝতে হলেও বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, মাটি ও মানুষকে বুঝতে হবে তাহলে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা কে ধরে রাখার যে, শক্তি তা অর্জিত হবে।মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আজ বড় দায়িত্ব বলে মন্তব্য মনে করেন কবি কামাল চৌধুরী। তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে না পারি, তাহলে তাদের পরের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে পারব না।
একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মানিকগঞ্জের ৫৬ জন শহীদ বুদ্ধিজীবীর জীবন, কর্ম ও আত্মত্যাগের মহা- মাহিমত ইতিহাস স্বরনে- বরনে মানিকগঞ্জের শহীদ বুদ্ধিজীবী গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। গ্রন্থটির তথ্য সংগ্রহ, সংকলন ও সম্পাদন করেন খাবাশপুর আর্দশ ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহিউদ্দিন জাহাঙ্গীর। শহীদ বুদ্ধিজীবী গ্রন্হে লিপিবদ্ধ হয়েছে। গ্রন্থটির সংকলন ও সম্পাদনায় করেছেন, মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের পৃষ্ঠপোষকতায় গ্রন্থটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেন্স। মুক্তিযুদ্ধের সূবর্ণ জয়ন্তীতে প্রথম আলোয় " বীরের এক রক্ত স্রোত " কলামে মানিকগঞ্জের ৫৬ জন শহীদ বুদ্ধিজীবীদের আত্ম নিবেদন নিয়ে লেখা প্রকাশিত হয়।
প্রকাশিত উৎসবে শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে আলোচনা সভায় মানিকগঞ্জ মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও গ্রন্হের লেখক মহিউদ্দিন জাহাঙ্গীর সন্চলনায় করেন।এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ খান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন ও তার পরিবার পাবলিকেশন্সের স্বত্বাধিকারী সোহানুর শাওন। প্রকাশনী উৎসব শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা, শিক্ষক, সাংবাদিক ও রাজনীতি কর্মীরা উপস্থিত ছিলেন।