জিনাত আহমেদ মিতু  

ভাঁজ করে সাজিয়ে রাখা "স্বপ্নগুলো"

সাবধানে একটা নামাতে গিয়ে,

হুড়মুড়িয়ে গড়িয়ে পড়তেই

দুহাত দিয়ে বুকে জড়িয়ে নিলাম।

একটাও মাটিতে পরতে দিবো না

দিতে নেই।

প্রতিটা স্বপ্নে মাখা নিজস্ব সুবাস

ঘ্রানেই বিহ্বলিত মন, প্রান।

বছরের পর বছর জমিয়ে রাখা,

মাঝেসাঝে বের করে দেখে নেয়া

ঠিকঠাক অাছেতো?

জীবনের সাথে সপ্নমেখে, হেঁটে

কিংবা দৌড়ে পাড়ি দেয়া মূহুর্ত,

তোমরা কখনোই থেমে নেই

যেমন থেমে নেই জমাতে থাকা

স্বপ্নের।

পূর্ণতায় প্রাপ্তি?মনে হয় না,

স্বপ্নগুলো আলো জ্বেলে

পথ সহজ, আনন্দময় করুক

একের পরে এক স্বপ্ন ভাঁজের

আকাংখায় আমি উজ্জীবিত হই

বারংবার.......