চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর আন্দুলবাড়ীয়া সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বিপ্লব ৩৫ আহত হয়েছে রুবেল ৩৪। রবিবার বিকালে সন্তোষপুর পোল ফ্যাক্টরির কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহত বিল্পাব ও আহত রুবেল দুই জনের বাড়ি ঝিনাইদহ জেলার ব্যাপারী পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায় রুবেল ও বিপ্লব দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে জীবননগরে আসার উদ্দেশ্য আন্দলবাড়িয়া সন্তোষপুর পথিমধ্যে পোল ফ্যাক্টরির নিকট পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিপ্লব ঘটনাস্থলে নিহত হন আর রুবেল আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রুবেলকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান কর্তব্যরত চিকিৎসা তার অবস্থা আশংকাজনক দেখে যশোর সদর হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার খবর শুনে জীবননগর থানার ওসি নাসিরউদ্দিনের মৃধা ঘটনা স্থান পরিদর্শন করেন।