গানে মোর কোন ইন্দ্রধনু... গেয়ে যিনি আপামর বাঙালির মন জয় করেছিলেন সেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িটি মঙ্গলবার ধুলোয় মিশিয়ে দিল একাধিক বুলডোজার। লেক গার্ডেন্সের বাড়িতে পড়ে রইলো শুধু স্মৃতি। সেই স্মৃতি বড় বেদনার। লেক গার্ডেন্সের এই বাড়িতে তৈরি হবে বহুতল। প্রোমোটার এর থাবা এই ভিনটেজ, ঐতিহ্য সম্পন্ন বাড়িটিতে।   তবে, সন্ধ্যার পরিজনদের সম্মতিতেই এই বাড়ি ভাঙা হলো। বাড়ির নেমপ্লেটে এখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী শ্যামল গুপ্তর নাম ঝুলছে- এস গুপ্ত।   ধুলোয় ধূসরিত হওয়া বাড়ির ভগ্নস্তুপ এর মধ্যে রং চটা একটি ঘরে গোলাম আলি খানের ছবি। চারপাশে স্মৃতির ভার। তার মধ্যে তবু বাড়িটা ছিল, লোকে বলতো- এটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি। মঙ্গলবার সন্ধ্যা থেকে লেক গার্ডেন্সের এই জায়গাটিতে মহাশূন্য... শুধু স্মৃতি, আর কিছু নয়।