হ্নদয় ব্যাকুল ভালোবাসার আকুলতায়
গহীনে যেন বয়ে চলেছে কাল বৈশাখীর
প্রচন্ড বেগবান ঝড় থামতেই চায় না।
খর বৈশাখে মেটেনা অন্তরের তেষ্টা
প্রখর রৌদ্র বাড়িয়ে দেয় লালন করা তেষ্টাকে
রিমঝিম করে বর্ষার বর্ষণ যখন
পৃথিবীতে বর্ষণে
না হয় ভিজব মহা প্রলয়ের আনন্দে
হাওয়ায় উড়তে থাকবে আঁচলখানি
এবার খর বৈশাখে ছিলো না অবিরাম বৃষ্টি
হ্নদয় মরুর পথে বাড়াতে চায়না
পা সংসয় কাটিয়ে সংকল্প দেবনা টলতে
আঁকড়ে ধরেছি হ্নদয়ে জলে থৈ থৈ
প্রশান্ত মহা সাগরকে।
সবটুকু সুন্দরের সীমানার উষ্ণতায় নিয়ে যাব
আলতো পরশে হ্নদয়কে সুনীল আকাশে
সাদা কালো মেঘের দেশে প্রভাত সূর্যের
আত্মপ্রকাশে।
আকাশের নীলে ভেসে ভেসেই
আনন্দে আত্মহারা
ওপর থেকে নীচে দেখব জলের বাঁকা
স্রোতের খেলা
সাথে রিমঝিম বৃষ্টি আর ঝিরিঝিরি হাওয়।
খর দুপুর গড়িয়ে বৈকালিক মেঘমালা সাজে
নানান রুপে রঙ্গে ওখানে কেবলই
হাতছানি দেয়
ভালোবাসার আকুলতা তখন
প্রকৃতির মুখোমুখি
অন্তগমন কখনই হতে দেবনা
সুপ্ত ভালোবাসাকে
অনন্তকাল ওকে বিচরণ করাব সবুজের হাটে
এক বৃষ্টি ভেজা বিকেলে ছুটব
অনন্ত আনন্দ নিয়ে জীবনের কাছাকাছি
আলোকের ঝর্ণা ধারায় থাকনা সেথায়
ফণিমনসারা!!!
হঠাৎই আজ মেঘের গর্জন বৃষ্টি
হচ্ছে মুসলধারে
"বৃষ্টি এলেই দেখা হবে" এমনই কথা
ছিলো দুজনাতে।