আশরাফুল আশেক ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় জাতীয় প্রেসক্লাবে রেডিও তেহরানের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে।

তখন আমার ব্যাস্ততার কারনে তেমন কথা হয়নি ওনার সাথে।২য় বার দেখা হয় ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দে রাজশাহী তে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে।

অত্যান্ত বিনয়ী, আন্তরিক ও অমায়ীক ব্যববহার ছিলো ওনার যতক্ষন ওনার সান্নিধ্য পেয়েছি কখনো ওনাকে একটুও বিচলিত দেখিনি হাসি মুখেই ছিলেন সারাক্ষণ আমাদের প্রিয় আশরাফুল আশেক ভাই।রাজশাহীর প্রোগ্রাম শেষে আমরা দুপুরের খাওয়ার খেয়ে বের হবো তখন ই আমাকে বল্লেন ভাই আপনার সাথে একটা সেল্ফি তুলি ওনিও হাসলেন আমিও হাসলাম আমরা সেল্ফি তুল্লাম।

তিনি গেলেন প্রতীক ওমর ভাইয়ের ইন্টার ভিউ চ্যানেলে ইন্টার ভিউ দিতে।

আমি এবং আবুতাহের ভাই এলাকাটি হেটে দেখছিলাম, ফনি ভাই ওমর ভাইয়ের ক্যামেরা ম্যান হয়ে সহযোগিতা করছিলো।

সকলের ইন্টার ভিউ শেষে আমাদের প্রিয় আবদুল কুদ্দস ভাই,আশরাফুল আশেক ভাই ডাঃ মোস্তাফিজুর রহমান ভাই কে রাজশাহী টু রংপুর বাস কাউন্টারে নামিয়ে দেওয়ার জন্য আমার গাড়ীতে করে রওনা হলাম।এক দিনের পরিচয়ে তিনি এত আপন করে নিয়ে ছিলেন আপনাদের কে বলে বুঝাতে পারবো না।

গাড়ীতে আইআরআইবি ফ্যান ক্লাব গঠন নিয়ে অনেক কথা হয়ে ছিলো ওনাদের সাথে।

আমি আশেক ভাইকে কথা দিয়ে ছিলাম যখনই উত্তর বঙ্গে যাবো ওনার এলাকায় যাবো।

গতকাল যখন রেডিও তেহরানে সংবাদ শুনছিলাম তখন জনাব আবদুল কুদ্দস ভাইকে লিখেছিলাম সংবাদ শেষে আশরাফুল আশেক ভাই কে নিয়ে কিছু কথা বলবো।

মূল উদ্দেশ্য ছিলো আশেক ভাইয়ের চিকিৎসার ব্যাপারে আবারো সহযোগিতা করা।

তিনি এতো তারাতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবেন ভাবতে অবাক লাগছে।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)আজ সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিতে দেখি আবদুল আব্দুল কুদ্দুস স্যারের মিস কল উঠে আছে।

ফেসবুক ওপেন করতে জনাব আবদুল কুদ্দুস ভাই সহ অনেকের স্ট্যাটার্স চোখে পড়লো মনটা ভিষন খারাপ হয়ে গেলো। বিশ্ববেতার দিবসে রাজশাহীতে দিনব্যাপি অনুষ্ঠানে সারাদেশে থেকে আগত বেতার প্রিয় মানুষগুলোর ছবি ভেসে উঠলো অসাধারণ হাস্যউজ্জল মুখে যেন আশেক ভাই আমার দিকে তাকিয়ে আছেন।

অসাধারণ সময় কেটেছিলো সেদিন।

আশেক ভাই আমাদের মাঝে নেই , কোন দিন আর দেখা হবে না ওনার সাথে, প্রাণখুলে কথাও হবে না, ভাবতেই মনটা খারপ হয়ে গেলো।

টপটপ করে চোখ দিয়ে নিরবে গড়িয়ে পড়ছে অশ্রু।

স্মৃতিতে অম্লান হয়ে থাকবে তিনি আমাদের মাঝে।

মরহুম আশরাফুল আশেক ভাই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।রাজশাহীতে থেকে আসার কিছু দিন পরে শুনলাম ওনার দুইটি কিডনি অকেজো হয়ে গেছে, তখন থেকেই নিয়মিত খবরা খবর নেওয়ার চেষ্টা করেছি জনাব আবদুল কুদুস স্যার এবং

ডঃ মোস্তাফিজুর রহমান ভাই থেকে।

গতকাল রাতে (২৯ এপ্রিল ২০২৩) তিনি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

আজ ৩০ এপ্রিল সকাল ১১ টায় তার পৈত্রিক নিবাসে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আমি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে মরহুম আশরাফুল আশেক ভাইয়ে শোকাবহ পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ ওনার পরিবারের সবাই কে এই কঠিন শোক কাটিয়ে স্বাভাবিক জিবন যাপন করার তৌফিক দান করুন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামীন ওনার সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে যে কোন একটি ভালো কাজের উছিলায় ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন।

আমীন।