এম আব্দুর রাজ্জাক, গোবিন্দগন্জ, বগুড়া থেকে : গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ  উপজেলার ফুলপুকুরিয়া এলাকার বাংলাদেশের সুনামধন‍্য  DX-er বেতার  শ্রোতা প্রেমিক সবার পরিচিত মুখ আশরাফুল ইসলাম আশেক গতকাল রাতে ইন্তেকাল করিয়াছেন। মৃত কালে তার বয়স হয়েছিল (৪৫)। ইন্নালিল্লাহ ---- রাজেউন ।তিনি বেশ কিছু দিন ধরে কিডনি রোগে ভুগিতে ছিলেন। তিনি মৃত্যু কালে এক স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু - বান্ধব  রেখে গেছেন। (৩০ এপ্রিল, রবিবার ) বেলা ১১ টায়  মরহুমের জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগন্জের রাজা বিরাট জীবনপুর গ্রামে অনুষ্টিত হয়।উক্ত জানাজার নামাজে শরীক হন  মরহুমের নিকট  আত্মীয় স্বজন, বিভিন্ন জেলার শ্রোতা বন্ধু, এবং  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ মরহুম আশরাফুল  ইসলাম আশেক এর নিজ গ্রামের ধর্মপ্রান মুসুল্লিবৃন্দ। উক্ত  জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে একজন সাদা মনের মানুষ ছিলেন।সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। তিনি সর্বশেষ  বিশ্ব বেতার দিবস- ১৩ ফেব্রুয়ারি,২০২৩ রাজশাহীতে বিশ্ব বেতার দিবসে অনুষ্ঠানে যোগ  দিয়েছিলেন। তিনি একজন বাংলাদেশের সুনামধন‍্য DX-er ছিলেন, তাকে হারিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার শ্রোতা বন্ধু গন সামাজিক যোগাযোগ ফেসবুকের  মাধ্যমে, সেল ফোনে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। DX-er জগতের সকল শ্রোতা বন্ধুরা সবাই  অত্যন্ত শোকাহত। আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।