এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সুমন কুমার সাহা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এছাড়া জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।