এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ায় দেশী ফলের আড়ৎ রেহানা ফলমন্ডির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের তিনমাথা রেলগেট এলাকায় ফলক উন্মোচন এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
মেসার্স মুন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মুনসুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাগেবুল আহসান রিপু বলেন আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল শহরকে যানজট মুক্ত করার। ইতিমধ্যেই বগুড়া শহরকে যানজট মুক্ত করার প্রথম ধাপ হিসেবে ফলের আড়ৎ স্টেশন রোড থেকে তিনমাথা রেলগেট এলাকায় স্থানান্তর করার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হলো। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি।
ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার ও মাহমুদ শরীফ মিঠুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজার, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম আর ইসলাম রফিক, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা আকন্দ, আলহাজ্ব আব্দুল মান্নান এবং জহুরুল হক মোমিন প্রমুখ।