২৬শে মার্চের রাতকে স্মরণ করে

 

আগুনে পুড়ে সেদিন  

- জাকিয়া রহমান 

 

হঠাৎ জ্বলে উঠে ঘরের চাল আগে।     

ঘুম ঘোরে ছোট্ট শিশু চমকে জাগে।   

নিদারুণ ভীতিতে মায়ের বুকে হয়রান!    

কান্না ছাপিয়ে, গনগনে আগুন লেলিহান।     

 

ঘন আঁধার আর গুড়ুম গুড়ুম শব্দ!  

জাপটে ধরে পা মাটি হতে চায় স্তব্ধ! 

আগুন! আগুন! গোগ্রাসে গিলছে সব।  

পুড়ে হলো খাঁক! চারদিকে ধ্বংস রব!     

 

ঝলসে গেল মায়ের আঁখি অন্ধত্বতে,  

ভরে গেছে কাল আঁধার তার দৃষ্টিতে।  

আগুনের হাঁপরে চিৎকার মা ভূমিসাৎ!

ছিটকে পড়ে কোল থেকে শিশু অকস্মাৎ। 

জ্বলছে আগুন! আরও আগুন শিখা জ্বালি। 

ডুকরে মা কাঁদে, ওরে খোকা কোথায় গেলি?