এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বিদেশের মাটিতে দৈনিক করতোয়া  সম্পাদক মোজাম্মেল হককে সংবর্ধনা ও জন্মদিন পালন।অস্ট্রেলিয়ার সিডনিস্থ বগুড়া সমিতির পক্ষ থেকে  শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই মঞ্চে দেশের এই কৃতিসন্তান এর ৭১তম জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি পালন করা হয়। সিডনির ল্যাকাম্বায় ধানসিড়ি রেস্টুরেন্টে বগুড়া সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ এনায়েতুর রহিম বেলালের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক নির্মল্য তালুকদার নান্টুর সঞ্চালনায় সমিতির সদস্যদের উপস্থিতিতে মোজাম্মেল হক ও তার পত্নী মহসিনা হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।  বগুড়ার গুণী ও কৃতি সন্তান মোজাম্মেল হককে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সাথে কেক কেটে তার ৭১তম জন্মদিন উদযাপন করা হয় । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, কাউকে সম্মান দিলে কেউ ছোট হয়না বরং যিনি সম্মানিত করেন তার মানমর্যাদা, সম্মান বৃদ্ধি পায়। মানুষ মানুষকে ভালোবাসলে সম্মান পায়। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করার মধ্যে অন্যরকম আনন্দ আছে। তিনি বলেন, দৈনিক করতোয়া মানুষের কথা বলে বলেই দেশের অন্যতম পত্রিকার স্থান পেয়েছে। তিনি বগুড়া সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সাথে থাকতে পেরে গর্ববোধ করেন। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ এনায়েতুর রহিম বেলাল তার বক্তব্যে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এর কিশোর বেলা এবং তার সংগ্রামী জীবনের উপর আলোচনা করেন। তিনি কিশোর মোজাম্মেল হক এর ঘুড়ি উড়ানো, শিশু কিশোর সংগঠন খেলাঘর এর দিনগুলো নিয়ে কথা বলেন। সভাপতি তার বক্তব্য দূরন্ত কিশোর বেলায়  তার সাথে ঘুডি উড়ানোর প্রতিযোগিতায় কেউ টিকতে পারতোনা বলে উল্লেখ করেন। এই প্রবাসী দৈনিক করতোয়ার জন্মলগ্ন থেকে আজকের এই পর্যায়ে আসার নেপথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।  

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অস্ট্রেলিয়াস্থ বগুড়া সমিতি সহ-সভাপতি ডা. জাকির হাসান উপদেষ্টা ইউনুছ আলী মন্ডল, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আহমেদুল হক বাকের, ডা. মেজবাহ্ আলম নয়ন, প্রফেসর মোঃ আবুল কালাম, আলী কাউসার রুবেল, দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা, মাসুমা জাকির বুলা, রেজিনা রহিম ফেন্সী, নাসিমা আক্তার নাজু, মোঃ রাজেনুল আলম রাজিব, নার্গিস মোস্তাফা জলি , আখতারুল ইসলাম প্রিন্স, তাসলিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।