এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ায় শিল্পকলা একাডেমিতে বসন্ত বরন উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী লাকী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন, পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব কেবল উৎসবে মেতে ওঠার সময় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালিসত্তা। সে ঐতিহ্যের ইতিহাসকে ধরে রাখতে পারলেই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম ছড়িয়ে দিতে পারবে বাঙালি চেতনাকে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। অনুষ্ঠানে আলোচনা, সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।