ক্রমাগত

মো: খলিলুর রহমান

 

ক্রমাগত ঋদ্ধ হও

ঋদ্ধ হও জ্ঞানের মশাল দেখে

ঋদ্ধ হও মানবিক মন থেকে

ঋদ্ধ হও ঋদ্ধ হও প্রাণ

 

ঋদ্ধ হও ঐশী বাণী থেকে

ঋদ্ধ হও শুভদিক দেখে তার

যে তোমাকে করেছে প্রহার!

ঋদ্ধ হও ঋদ্ধ হও প্রাণ

 

ঋদ্ধ করুক প্রকৃতির আয়োজন

মহাবিশ্ব সাগর নদী, করে যেই আচরণ

ঋদ্ধ হও দেখে শুদ্ধ সে আচার

ঋদ্ধ হও ঋদ্ধ হও প্রাণ

 

শুদ্ধ হও ক্রমাগত

ক্রমাগত শুদ্ধ হও

শুদ্ধ হও প্রাতে

শুদ্ধ হও দ্বিপ্রহরের কাজের ভিড়ে

শুদ্ধ হও রাতে

শুদ্ধ হও, শুদ্ধ হও প্রাণ

 

ক্রমাগত ঋদ্ধ হও

ক্রমাগত শুদ্ধ হও

মানুষ তুমি, অসুর তো নও!