এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :



বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব উদযাপিত হয়। শুক্রবার সকাল সাড়ে নয়টায় পৌর শহরের রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথ যাত্রার অনুষ্ঠান মালা। ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথ যাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। রবীন্দ্র প্রসাদ গুপ্তা বলেন, রথ যাত্রার পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহ কালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথ যাত্রা। রথযাত্রা হিন্দুধর্মের, বিশেষত প্রভু জগন্নাথের ভক্তদের কাছে একটি পুণ্য উৎসব এবং পুণ্য তিথিও। এই পুণ্য তিথিতে শ্রী জগন্নাথ ধাম পুরী ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে (যেখানে জগন্নাথদেবের ভক্ত বর্তমান) মহাসমারোহের সঙ্গে রথযাত্রা পালিত হয়। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। এই উপলক্ষে সেখানে বসেছে হরেক রকমের দোকান। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি প্রদীপ ভৌমিক, সহ-সভাপতি রবি রায়, সাধারণ সম্পাদক প্রদীপ প্রামানিক (জয়), পল্লী চিকিৎসক সন্জয় প্রমুখ। এ বিষয়ে ম-প কমিটির সহ-সভাপতি রবি রায় বলেন, দুপুর আড়াইটায় হবে রথের দ্বিতীয় টান এবং সাড়ে পাঁচ টায় হবে তৃতীয় টান। এ ছাড়া আগামী ৯ জুলাই শনিবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।