বাংলাদেশের প্রথম মেয়ে ক্রীড়া লেখক মনিজা রহমান নিউ ইয়র্কের সাপ্তাহিক প্রথম আলো পত্রিকায় পোশাক-খাদ্য-জীবনধারা ইত্যাদি বিষয়গুলোকে ঘিরে একটি জনপ্রিয় বিভাগ সম্পাদনা করে থাকেন, যে বিভাগটির নাম 'উত্তরের নকশা'। সেই উত্তরের নকশার পঞ্চম বার্ষিকী উদযাপন করা হলো নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্-এ, জুইশ সেন্টারে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো, যার পরিচালনা করেছেন এনজে বুটিক-এর ফ্যাশন ডিজাইনার নুসরাত এলিন। ফ্যাশন শো পরিকল্পনা, মডেল বাছাই, গ্রুমিং এবং শিল্পনির্দেশনার দায়িত্বে ছিলেন ইন্টারলিংক নেট-এর সিইও ও নাট্য নির্দেশক নজরুল কবির, উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী শিরীন বকুল, শব্দ ও আলোক ব্যবস্থাপনায় ছিল স্মার্ট লাইট অ্যন্ড সাউন্ড।
অনুষ্ঠান শেষে প্রথম আলোর পক্ষ থেকে ফ্যাশন শো-এর মডেল, খাদ্য-প্রদর্শনীতে অংশগ্রহণকারী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী এবং বিভিন্নভাবে অনুষ্ঠানে সহায়তাপ্রদানকারীদের সনদ প্রদান করেন প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন ও মাহবুবুর রহমান। এসব সনদ হস্তান্তর করেন মুক্তিযোদ্ধা ও কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। খাদ্যপ্রদর্শনীতে সনদপ্রাপ্ত আবৃত্তিশিল্পী গোপন সাহা একটি কবিতাও আবৃত্তি করেন অনুষ্ঠানে।
প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে জুইশ সেন্টারের সীমিত ধারণক্ষমতাসম্পন্ন অডিটরিয়ামে নিউ ইয়র্কের এক ঝাঁক নির্বাচিত উৎফুল্ল দর্শকদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটিকে সারাক্ষণ প্রাণবন্ত রেখেছিল। এর মাঝে তাহমিনা শহীদ ও রাজিব ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে বৈচিত্র্যমণ্ডিত করে তুলেছিল।
ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে বিশেষ সহযোগিতাদানে ব্যস্ত থাকায় অনেক মডেলের ক্যাটওয়াকের ছবি তুলতে পারিনি, তবুও যে কয়টা ক্লিক করতে পেরেছিলাম,
সেগুলোই এখানে আপলোড করলাম।
পাদটিকা: ছবিগুলোতে যাদের দেখা যাচ্ছে, তাদের সবাই মডেল নন, এবং সব মডেলের ছবি এখানে নেই। কিছু ছবি নিহার সিদ্দিকী ভাইএর তোলা !