মনের রহস্য কিছুদিন ধরেই খুব ভাবাচ্ছে। কিচ্ছুতেই ধরতে পারছিনা তার স্বরূপ। রহস্য ক্রমেই ঘনীভূত হয়ে আরও রহস্যের বান ডাকছে। মন পবনের নৌকা থামে হঠাৎ। আবার চলে সহসা।
মনের ডাক অস্বীকার করার সাধ্য আমাদের কারো কি আছে? আমার তো নেই। সেই মনের টানেই তো ভেসে যাচ্ছি নিরন্তর তার পানে। কিন্তু কেন ডাকছে ধরতে পারছিনা বলেই কি আক্ষেপ!
অথচ তার পরও এগিয়েই যাচ্ছি। ক্রমশই তার দিকে যাত্রা।
বিরতিহীন ভাবে চলছি।
এমনটা হবার কথা ছিল না। হবে সেটাও জানা ছিল না। হয়েছে। হচ্ছে। দ্রুততায়। মাতাল টানে টানছে সে। দুর্বোধ্য অমোঘ জালে বেঁধে ফেলেছে আমার পুরোটা আমাকে।
অস্থির উন্মাদনায় হাঁস ফাঁস করছি দিবারাত্র । এমনটা হবার নয়। মনের রঙ প্রায় প্রায়ই মুখে এসে লাগছে। তপ্ত লাল আভা জানান দিচ্ছে তার উপস্থিতি।
মন কি শুধু শরীরের, মনেরও নয় কি?
মস্তিষ্কের কোষে কোষে অনুতে অনুতে তার রিনি রিন। অসহ্য ভাল লাগার কি কোন নাম আছে? জানা নেই আমার। তবু তাকে নাম দেই। অজান্তেই দেই। মনে মনে ডেকে যাই সারাক্ষণ। ঠোঁটের লাল রঙ তার লজ্জা মাখা ডাকে আপ্লুত হয়। ক্ষণে ক্ষণে রঙ বদলায়।
গাঢ়তর রঙের মিশ্রণে মিশে যেতে যেতে মনবাড়ি জ্বলে উঠে ঝল মল করে। এই আমাকে চিনতে পারা যায়না। দুর্বোধ্য চাদরে ঢাকা অবয়ব। ঘন কুয়াশার আবরন ভেদ হতে চায়না তীব্র সূর্যলোকেও।
নিমিষেই মনে ভাসে মন। শান্ত সুন্দর নিষ্পাপ। তার আলোতে নিভে যায় আঁধারের আলো। অভিমানী মেঘের শুভ্রতা বিনম্র মমতায় ছেয়ে থাকে আমার আমিকে।
বন্য মাতাল আদরে ঢেকে রাখে আমার আঁধার, তার সবটুকু আলোর উত্তাপ দিয়ে। আলোকিত আমি ভেসে যাই। যেতেই থাকি......
আচমকা বিনা কারনে হুট করেই নিভে যায় আলো। নিকষ কালো শূন্যতার মেঘ ছেয়ে যায়। আমার চোখের কাজল গলে গলে পড়ে, হাতের বাঁধন আলগা পড়ে থাকে পাশে।বন্ধ হয়ে যায় তালা। সহসা।
বন্ধ ঐ দরজা কিছুতেই খোলা যায়না। কিছুতেই না।
মন বাড়ির ইচ্ছে দরজা , ইচ্ছে করলেই কি খোলা যায়?
ইচ্ছের চাবি কি ইচ্ছে করেই হারিয়ে ফেলেছি!!
আইভি রহমান
১৩ ফেব্রুয়ারি ২০২৩