নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ব্যতিক্রমী
পিঠা উৎসবে বাংলাদেশের হরেক রকমের পিঠা-পুলির সমাবেশ ঘটে।
বৃষ্টিমুখর সন্ধ্যা উপেক্ষা করে দেড় শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী ও
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ পিঠাগুলো খাওয়ার পাশাপাশি, আড্ডা,
স্মৃতিচারণ আর কবিতা-গানে উৎসবটি মুখরিত ও সফল করে তুলেন এবংদেশের অন্যতম জেলা টাঙ্গাইলের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি
প্রবাসে ঐক্যবদ্ধ থেকে প্রবাসী টাঙ্গাইলবাসী ও দেশের মানুষের সেবার
যার যার সার্বিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের কৃতি সন্তান ও বাংলা
চলচিত্রের জনপ্রিয় নায়ক/খলনায়ক অমিত হাসান। বিশেষ অতিথি
ছিলেন বাংলা চল”িচত্রের কিংবদন্তী আরেক শক্তিমান অভিনেতা খলনায়ক
আহমেদ শরীফ, আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. মনিবুর রহমান খান ও
তরিৎ বোস। উৎসবের উদ্বোধন করেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী,
ফাতেমা গ্রুপ ইনক’র চেয়ারম্যান হাজি শামসুল ইসলাম। অনুষ্ঠানে
আহমেদ শরীফ আর অমিত হাসানের স্মৃতিচারণমূলক কথায় মুগ্ধ হন
উপস্থিত দর্শক-শ্রোতা সবাই।সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে গত ২২ জানুয়ারী রোববার
সন্ধ্যায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই উৎসবের
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী মো: হযরত আলী
মিয়া। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র
সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান আনিস। অনুষ্ঠানে আগত
অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি আব্দুল হাকিম।
সংগঠনের সহ সভাপতি সুলতান কবীর বোখারীর উপ¯’াপনায় অনুষ্ঠানে
শুভে”ছা বক্তব্য রাখেন উপদেষ্টা খন্দকার আশেক শামীম, প্রতিষ্ঠাতা
আহŸায়ক মীর মাহবুবুর রহমান বাবু, সাবেক সভাপতি ফরহাদ তালুকদার,
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক
সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফাতেমা মানবকল্যাণ
ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা তৌফিকুর রহমান, আবুল খায়ের মোরশেদ
স্বপন, সৈয়দ আশরাফ প্রমুখ। এসময় প্রবাসী টাঙ্গাইলবাসী
ইউএসএ’র সাবেক সভাপতি ফরিদ খান, হাজী মোজাম্মেল হক,
আকতারুজ্জামান হ্যাপী, সহ সভাপতি এডভোকেট জাকির হোসেন,
সাবেক সাধারণ সম্পাদক শরীফ শিকদার উপস্থতি ছিলেন।
অনুষ্ঠানে নায়ক/খলনায়ক অমিত হাসান বলেন, ঐহিত্যবাসী টাঙ্গাইলের
মানুষ হিসেবে দেশ ও প্রবাসে নিজেদের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
যার যার অব¯’ান থেকে ভালো কাজ করতে হবে। দেশের কৃষ্টি-কালচার তুলে
ধরতে হবে। তিনি আহমেদ শরীকে দেশের কিংবদন্তী শক্তিমান অভিনেতা
উল্লেখ করে বলেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তিনি
আমার গুরু, বড় ভাই। অমিত হাসান অনুষ্ঠানে তার কলেজ জীবনে লেখা
একটি রোমান্টিক কবিতাও আবৃত্তি করে শুনান।
আহমেদ শরীফ তার বক্তব্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে গভীর
শ্রদ্ধায় স্মরণ করে বলেন, টাঙ্গাইলের কথা বলতে হলে ভাসানীকে আগে
স্মরণ করতে হবে। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার মতো টাঙ্গাইল সব
দিক দিয়েই ঐতিহ্যবাহী জেলা। টাঙ্গাইলের নায়ক মান্না, অমিত
হাসান, শাবনাজ-নাঈম অভিনয়ের মাধ্যমে দেশের চলচিত্রকে সমৃদ্ধ
করেছে, সুনাম কুড়িয়েছে। আহমেদ শরীফ তার অভিনয়ের কয়েকটি
ডায়লগ পাঠ করে শুনান। হাজী শামসুল ইসলাম প্রবাসের সামাজিক সংগঠনগুলোর
কমিউনিটিতে অবদান ও ভূমিকার কথা তুলে ধরে বলেন, এসব সংগঠনের
কারণেই আমরা একে অপরকে চিনতে পারছি, আনন্দমূলক অনুষ্ঠান
আয়োজন হ”েছ। তিনি সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার উপর
গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনিকা দাস ও নূরুজ্জামান লাল্টু।
এছাড়াও কবিতা আবৃত্তি করেন সুলতান কবীর বোখারী ও জিন্নুরাঈন
মিয়ান মেরী। পিঠা উৎসব আয়োজনে সহযোগিতায় ছিলেন খ: বদরুজ্জামান পিকলু,
আরীফ বিন আনোয়ার, শরীফ শিকদার, আব্দুর রউফ, সানোয়ার হোসেন,
শামীম মিয়া, আবু আওয়াল সিদ্দিকী, শাহীনুর রহমান, আব্দুর রব, সালমা
আক্তার ও মলি আক্তার।