জ্যামাইকার স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে চুরি

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউতে কয়েক দিনের ব্যবধানে তিন/চারটি স্টোরে রবারীর (চুরি) ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুন) সকাল সাড়ে আটটার দিকে ১৬৮ ষ্ট্রীট এবং ১৬৮ প্লেসের মাঝে হিলসাইড এভিনিউর উপর অবস্থিত এবং সুপরিচিত স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে রবারীর ঘটনা ঘটে। এসময় দূর্বৃত্তরা রেষ্টুরেন্টেটির তালা ভেঙে ভিতরে ঢুকে রেজিষ্টারে থাকা প্রায় সাড়ে তিন হাজার ডলার লুট করে নিয়ে যায়। দূর্বৃত্তরা রেজিষ্টারটিও ভাঙচুর করে। খবর ইউএনএ’র। 
হিলসাইড এভিনিউর এলাকাটি বাংলাদেশী ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। দিনে দুপুরে এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে গেছে। ঘটনার ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে। এখানে স্থানীয়  একটি ফোন ও অপর একটি রেষ্টুরেন্টে অনুরূপ চুরির ঘটনা ঘটে।