নিউ ইয়র্ক: জাতিসংঘের সবচেয়ে বড় মানবিক প্রতিষ্ঠান WFP ( ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অন্যতম সেরা কুটনীতিক ও রাষ্ট্রদূত শামীম আহসান। তিনি ইতালীতে রাষ্ট্রদূত ছাড়াও দায়িত্ব পালন করছেন মন্টেনেগ্রো ও সার্বিয়াতে। পাশাপাশি তিনি এফ এ ও এবং ইফাদ এ বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।

শামীম আহসান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল ছিলেন। জাতিসংঘের বিশেষ সভায় সভাপতিত্ব করার জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। ব্যস্ততার ফাঁকে প্রিয় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে এসেছিলেন সতীর্থদের সাথে আড্ডায়। ৫ জুন সন্ধ্যায় অত্যন্ত শেষ মুহুর্তে তাঁকে আন্তরিক সংবর্ধনা জানান সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম এর পক্ষে আকবর হায়দার কিরন।

আড্ডা ও নৈশভোজে যোগ দিলেন প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, বিশিস্ট অভিনেত্রী রেখা আহমেদ, সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, বিশিস্ট লেখক ও সিনিয়র সাংবাদিক শিব্বীর আহমেদ, জনপ্রিয় ছড়াকার মনজুর কাদের , কবি মিশুক সেলিম, প্রবাসের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আবিদ রহমান, লেখক ও অধ্যাপক হোসাইন কবির ও কম্যুনিটি একটিভিস্ট সাদেক শিবলী। সবার পক্ষ থেকে জনাব মনজুর আহমেদ তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সময় দেয়ার জন্য। আকবর হায়দার কিরন তার তিনটি গ্রন্থ রাষ্ট্রদূত শামীম আহসানকে উপহার দেন।