মিনহাজের ছবি ও কথা / Minhaz’s Pics & Talks

 

ইমন চক্রবর্তীর গানের অনুষ্ঠানে

একদা এক বিশাল অনুষ্ঠানে ইমন চক্রবর্তীর গান শুনতে গিয়ে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে অবশেষে তাকে মাত্র দেড়খানা গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। অতৃপ্তি নিয়েই ফিরতে হয়েছিল সে বার। গতকাল শোটাইম মিউজিক আয়োজন করেছিল সেই ইমন চক্রবর্তীর একক গানের অনুষ্ঠান। ধন্যবাদ আলমগীর খান আলমকে একটি ব্যতীক্রমী সুন্দর, নির্ঝঞ্ঝাট সঙ্গীতানুষ্ঠানের জন্য।

ইমন চক্রবর্তী একাধিক রবীন্দ্রসঙ্গীত, কয়েকটি নিজের, অনেকগুলো বাংলাদেশের লোকজ, এবং রুনা লায়লার গাওয়া একটি গান তিনি মঞ্চে পরিবেশন করেছিলনে। সঙ্গতকারী সহশিল্পীদের নিয়ে, দর্শকদের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে, হাসি-তামাশা করে, তার পূর্বপুরুষ বাংলাদেশের কুমিল্লা থেকে ভারতে গিয়েছিলেন, সেই সূত্রে বাংলাদেশে তার উত্তরাধীকার আছে- ইত্যাদির মাধ্যমে ভালই জমিয়েছিলেন। এমনিতে ইমন বাংলাদেশি লোকসঙ্গীত, অন্যান্য সকল জনপ্রিয় গান পরিবেশন করেন। গতরাতে তার পরিবেশিত গানের তালিকাটাও ছিলো উপস্থিত দর্শক রুচির সাথে একদম খাপে খাওয়ানো। দেখেশুনে মনে হলো, দর্শকরা মন ভরে গান শুনে বাড়ি ফিরেছেন।

ভালো স্টেজ-পারফর্মার হতে গেলে ভালো কণ্ঠ ছাড়া যে গুণগুলো থাকা দরকার, ইমন চক্রবর্তীর সেগুলো ভালোই রপ্ত করা আছে।

(একক অনুষ্ঠান, বাক-বক্তৃতা ছিলনা। তাই শুধু মঞ্চেরই ছবি তুলেছিলাম, সেগুলোই শেয়ার করলাম।)