যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ন্যাচারাল অলিম্পিয়া-২০২২ এ দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর আজিজি । গত ১০ থেকে ১৩ নভেম্বর (চার দিনব্যাপী) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ন্যাচারাল অলিম্পিয়া-২০২২ অনুষ্ঠিত হয়।তৃতীয় বারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পেনসিলভেনিয়ার জাহাঙ্গীর আজিজি। এ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে দু’টি বিভাগে অংশগ্রহণ করেন। স্পোর্টস মডেল গ্র্যান্ড মাস্টারে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতেছেন। বিচ বডি ওপেন ক্যাটাগরিতে তিনি চতুর্থ স্থান অর্জন করেন। তিনি বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি বলেই গর্বিত। আগামী বছর আবারও আমি এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেব ইনশাআল্লাহ! আমার এই বিজয় বাংলাদেশের বিজয়।উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ন্যাচারাল অলিম্পিয়া প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক জিতেন বাংলাদেশি বংশোদ্ভূত জাহাঙ্গীর আজিজি। একটি স্বর্ণ পদক লাভ করেন বডি বিল্ডিংয়ে আর অপরটি স্পোর্টস মডেলে।
১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর আজিজি। দীর্ঘদিন তিনি নিউ ইয়র্কে বসবাসের পর ২০০৩ সালে পেনসিলভেনিয়ার আপার ডারভিতে বসবাস শুরু করেন। জাহাঙ্গীর আজিজি পূর্বেও বাংলাদেশের জন্য সন্মান বয়ে এনেছেন। বাংলাদেশ গেমসে তিনি ১৯৮৭ ও ১৯৮৮ সালে স্বর্ণ পদক লাভ করেছিলেন। এ ছাড়াও তিনি ১৯৮৭ ও ৮৮ সালে মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় মিস্টার বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ২নং ওয়ার্ডের আসপদ্দী গ্রামের মো. শাহজাহান আলীর বড় ছেলে জাহাঙ্গীর আজিজি।
ন্যাচারাল অলিম্পিয়ায় বাংলাদেশি জাহাঙ্গীর আজিজির রৌপ্য জয়
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ পিএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠল বিশ্বকাপ ফুটবলের

চীন দ্রত একটি সুন্দর ও টেকসই বিশ্ব প্রতিষ্ঠায় উৎসাহ ও নেতৃত্ব দিতে পারে

Agreement Signed with NGO to Deliver VOA’s English Language Training in Ukraine

শি চীন পিং পার্টিকে আধুনিক জ্ঞান সম্পন্ন বুদ্ধিদীপ্ত চিন্তার উপর আত্মনিয়োগ করে আসছেন

প্রবীণদের সুখী জীবন নিশ্চিত করতে চীন সরকার কী কী করেছে?

Artists can begin their journey right from abstract: Saleem Khurshid

Bangladesh Immigrant Day and Trade Fair on 24th September

চীনে খাদ্য উৎপাদন ও লবণাক্ত জমি ব্যবহারের উপর বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে