নিউইয়র্কে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে শপথ নেয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম এ আঞ্চলিক সংগঠনের নতুন কমিটি। সংগঠনের বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের উপস্থাপনায় শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দ। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নয়া কমিটিকে ফুল দিয়ে বরণ করে শুভকামনা জানান। শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতি জাকির হোসেন এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক রিপন সরকার দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর দাউদকান্দি সমিতির সাবেক সভাপতি ইয়ার আহম্মেদ পাটোয়ারী, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমরিকার সাবেক সভাপতি প্রফেসর মনির খাঁন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, কাদেরিয়া বহিনীর লিয়াকত আলী, আতিকুর রহমান, ইকরাম হোসাইন, কামাল হোসেন, বিপ্লব, প্রফেসর সানাউল্লাহ, আব্দুল মজিদ, স্বপন মাষ্টার সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার সিরাজুল ইসলামের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিথি ও কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ। সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা। উপস্থিত সবাইকে কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান হয়।
নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র শপথ গ্রহণ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:২৫ পিএম
.jpg)
প্রবাস রিলেটেড নিউজ
.jpeg)
নিউইয়র্কে সিলেট জেলা চেয়ারম্যান নাসির উদ্দিন খান সংবর্ধিত
.jpg)
ছড়াটে-র বিশেষ প্রকাশনা ' ছড়ায় ছড়ায় ছড়াটে '
.jpeg)
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ায় “বাংলা নববর্ষ ১৪৩২” উদযাপন

নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা বয়কটের আহবান

বাসন্তী কিছু স্বপ্ন - জাকিয়া রহমান

স্বাধীনতা দিবসের উপ্যাখান - জাকিয়া রহমান

বৈশাখী মেলা ২০২৫ টেক্সাস ডালাসের গ্রান্ড সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন