বিচূর্ণ স্বপ্ন  

- জাকিয়া রহমান 

 

তোমাদের তাচ্ছিল্য আমায় অপমানে চুরমার করে দিয়েছিল,    

একের পর এক আমার স্বপ্নের তারাগুলোর 

স্বর্গীয় আভা ম্লান হতে হতে যেন,

বিস্মৃত ইচ্ছার অতল গহ্বরে হারিয়ে যেতে চাইল অনিচ্ছায়  

তবুও, আমি তাদের অবশিষ্টাংশ থেকে স্টারডাস্ট সংগ্রহ করে,

হৃদয়ের ক্যানভাসে নতুন তারাপুঞ্জের সৃষ্টিতে মেতে উঠি     

 

আমার সব আশার স্বপ্ন তারার আলোর কণাকে হৃদয়ে জুড়ে, 

বুনবো আবার এক  মহাজাগতিক ট্যাপেস্ট্রি-  

মনের শক্তিতে জড়ানো স্থিতিস্থাপকতার সুতোয়   

অন্ধকার জানি, সম্ভাবনার ফিসফিসিত মন্ত্র, 

অস্তিত্বের বিশাল বিস্তৃতি জুড়ে তার প্রতিধ্বনি শোনা যায়-

আর সব শক্তিই তো সেথায় সামিল 

 

তাই আমি পুনরায় আমার স্বপ্নকে ছায়াপথের মতো ছড়িয়ে দেবো,

অদম্য আকাঙ্খা নিয়ে অন্ধকার শূন্যতার মধ্যেও, 

হতাশাকে প্রজ্বলিত করব আলোয়     

আশা তখন নাচবে স্টারডাস্টের মতো,   

নতুন করে জন্ম নেবার অপেক্ষায়।