শারদ প্রভাতে এসেছিলো ভাদ্র

-         ফারুক সরকার

 

বর্ষার মাস কেটে যেতেই ছুটে এলে তুমি ভাদ্র৷ 

 

শারদ প্রভাতে এনে দিলে বেলিঝরা সকাল,

প্রণয়িনীর পা ধূয়ে দূর্বাঘাসে শিশিরের ফোঁটায় -

শিউলি বিছানো পথে হেসে গেয়ে

বেলি আর বকুলে বেঁধে দিলে আমার

অনন্দিতার মনচুরি খোঁপাটি আবার।

 

ইলশেগুঁড়ি বৃষ্টি আসুক, আসুক যত খুশী

আর ডাকুক লোকে পচা ভাদ্দর।

আমি দেখি পঞ্চবেনীর তীরে তোমার

দোলনায় কাশফুলের সাদা প্রতিভাস।

আর আকাশে নরম নীলে ছুঁয়ে ভাসা

শুভ্র মেঘের দল বেয়ে যায়

ভাদুরের সাদা মেঘের ভেলা।

 

বিলাসী হাওয়া নৌকার পালে ফিরে

যায়, গায় তালপাকা গরমের গাথা।

কচি ধান হেলেদুলে কাটায় কৈশর

আর রৌদ্র ছায়ায়  লুকোচুরি খেলা।

 

দোলনচাঁপা বকুল শালুক পদ্ম জুঁই

কেয়া আর মাধবি মল্লিকা মালতি

অক্লান্ত ইস্তাহার জানায় তোমার।

ডুমুড় পেয়াড়া তাল পাকে বিনে ছুতোয় ।  

আমড়া গাছে উঠে বেকে তক্ষক, ডাকে

বলে কি কৃষ্ণপক্ষের অষ্টমীর কথা?

 

স্বপ্ন ভেঙ্গে চেয়ে দেখি

ভাদুরে শ্যামল, স্নিগ্ধ, সুনীল শান্তনা নেই আর।

নদী নালা পুকুর ডোবা, ক্ষেত - সাথে

আবাদি জমি, নিজের আয়ত্তে নিয়ে মানুষ আজ

অট্টালিকার সার্বভৌম রাজকুমার।

 

কাঁদো তুমি ভাদ্র, আমার বিশ্বাস

প্রকৃতি এখন মুক্ত নয় মোটেও –

সে মানুষেরই বন্দী দাস!

 

১৯শে অগাষ্ট, ২০২২

সিল্কেবোর্গ, ডেনমার্ক