উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের চট্টগ্রামের সকল আগ্রাবাদের মানুষের প্রাণের সংগঠন ‘পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর প্রথমবারের মতো 'পরানে আগ্রাবাদ নিউইয়র্ক' ও 'পরানে আগ্রাবাদ কানাডার' যৌথ উদ্যোগে আগামী ২২, ২৩ ও ২৪ জুলাই নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। প্রাণের মেলায় মনের টানে, বন্ধুত্বের বন্ধনের সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে বসবাসরত আগ্রাবাদিয়ান পরিবারগুলো যুক্ত হবেন নায়াগ্রা ফলসেরে এই আয়োজনে।
আগামী ২২ জুলাই নিউইয়র্কের ব্রুকলীনের চার্চ মেকডোনাল্ডের ঘরোয়া রেষ্টুরেন্টের সামনে থেকে সকাল ৮:৩০ মিনিটে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। যারা নিজস্ব পরিবহনে যাবেন তাদেরকে নায়াগ্রা ফলসের কালিকা হোটেলে (৭৯৫ রেইনবো ব্লুবার্ড, নায়াগ্রা ফলস, এন.ওয়াই-১৪৩০৩) মিলিত হবার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১৫১ গ্রীডার স্ট্রীট, বাফোলো, এন.ওয়াই-১৪২১৫ এই ঠিকানায়।
আয়োজকরা জানান -নিউইর্য়ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডায় বসবাসরত, চট্টগ্রামের আগ্রাবাদের সবাইকে একত্রে করার উদ্দ্যোগ এটি। পরাণে আগ্রাবাদের এই আয়োজনে, ইউএসএর পক্ষে যারা নিরলসভবে কাজ করেছেন, তারা হলেন বাদশা ভাই, উত্তোজন ভাই, বাবু ভাই, জুয়েল ভাই, বকুল ভাই, ফিরোজ ভাই ও জগলুল ভাই।
পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:৩১ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা’র সভায় সিদ্ধান্ত ১৯ জন নতুন সদস্য

GOVERNOR HOCHUL ANNOUNCES RECORD SETTING TOURISM MILESTONES FOR NEW YORK STATE

নিউইয়র্কে ঢাকা ক্লাব অব আমেরিকা গঠিত

২৮ জুনের নির্বাচনে ভোট দেয়ার আহবান
.jpeg)
বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ
.jpeg)
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাইমস্ স্কয়ারে বাংলা বর্ষবরণ ১৪৩২ ঘোষণা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে