'বিজয়ের আনন্দে মাতি' শিরোনামে ছড়াটে উদযাপন করলো মহান বিজয় দিবস। নিউইয়র্কের কুইন্সের পার্টি হলে লেখক, শিল্পী, মুক্তিযোদ্ধা, সুধীজন সহ দর্শকের উপস্থিতিতে ছড়াটে দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরপরই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর্বটি শুরু হয়।
ড. নূরুন্নবী ও শিল্পী তাজুল ইমামের হাতে সম্মাননা তুলে দেন বিপা-র পরিচালক সেলিমা আশরাফ ও কবি শহীদ কাদরী পত্নী নীরা কাদরী। বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন আবৃত্তি শিল্পী সাবিনা নিরু ও সঙ্গীত শিল্পী ম্যারিস্টেলা শ্যামলী আহমেদ। সম্মাননা প্রদানের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। সম্মানা প্রাপ্তির পর দুই বীর মুক্তিযোদ্ধা সংক্ষিপ্তাকারে তাঁদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা ছড়াটে-র এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ছড়াটে-র সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। এরপরই শোনান মুক্তিযুদ্ধের গল্প। তাঁরা তাৎক্ষণিকভাবে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বীর মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি কথা বলতে পারায় দর্শকদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সবার দৃষ্টি কাড়ে। এতে অংশ নেয় সৌমিনী আহমেদ, সামিন ইয়াসার, জিদান ইসলাম, তাহিম জায়েদ, জায়ান সিকদার, লাম-মিম মুহিত, সারাহ্ সুলতানা চৌধুরী, আরশিল কাসাব আকা ও লেনন খালিফ লেখা। উপস্থিত অতিথিগণ শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, বিভিন্ন সময়ে ছড়াটে-র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভারত, বাংলাদেশ, আমেরিকা ও কানাডার শিশুশিল্পীদের নাম উল্লেখ করে তাদের কাজের স্বীকৃতি জানানো হয়।
এছাড়াও সঙ্গীত শিল্পী রাজীব ভট্টাচার্য ও ম্যারিস্টেলা শ্যামলী আহমেদের দেশাত্মবোধক গানের চমৎকার পরিবেশনা অন্যরকম আবহের সৃষ্টি করে। কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী সাবিনা নিরু ও আহসান হাবীব। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের হাতেও ছড়াটে-র সম্মানসূচক ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্টানে ছড়াকারদের উত্তরীয় পরিয়ে দেন দুই বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী ও শিল্পী তাজুল ইমাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর পত্নী মিমি আলাউদ্দিন, ছড়াকার মনজুর কাদের, কমিউনিটি লিডার রাব্বী সাঈদ ও আহসান হাবীব। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো। ছড়ায় ছড়ায় মজাদার ও ব্যতিক্রমী সঞ্চালনার মাধ্যমে দর্শকের বাহবা কুড়ান ছড়াকার মৃদুল আহমেদ।
বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করলো ছড়াটে
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:১১ এএম

প্রবাস রিলেটেড নিউজ

জগন্নাথ, জন্ম, ধর্ম, সিলোজিজম, ও অনুপপত্তি--মিনহাজ আহমেদ

মেয়র সহ সিটি প্রশাসনের অফিসিয়ালগণ বিভিন্ন পূজা মন্ডপে বিপুল উৎসাহে নিউইয়র্কে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত

জৌলুসপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা

International Mother Language Day observed at Bangladesh Embassy in Washington

প্রথমবারের মতো ছড়াড্ডা উন্মুক্তভাবে অনুষ্ঠিত হলো

GOVERNOR HOCHUL AWARDS $260 MILLION IN FUNDING TO BUILD AND PRESERVE MORE THAN 1,800 HOMES ACROSS NEW YORK

সিডিপ্যাপ নিয়ে গভর্ণরের প্রস্তাব নিয়ে ক্ষোভ-প্রতিবাদ

নিউইয়র্ক প্রবাসী হিমু-নিলু’র পিতৃবিয়োগ