আগামী ৯ই ডিসেম্বর, আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস। ঐতিহাসিক এই দিবসটির স্মরণে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র বিভিন্ন কর্মসূচী গ্রহন করছে। দিবসটি স্বরণের বিভিন্ন কর্মসূচীতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

কর্মসূচীঃ-

১) সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইষ্ট্স্ ডাইভারসিটি প্লাজায় জেনোসাইডে নিহতদের স্বরণে rally ও মোমবাতি প্রজ্জলন।

২) কবিতা ও গণসংগীত পরিবেশনা

৩) সন্ধ্যা ৭টায় জেনোসাইড প্রতিরোধে বিশ্ব জনমত গঠনের প্রত্যয়ে "আন্তর্জাতিক জেনোসাইড দিবসের তাৎপর্য ও একাওুরে বাংলাদেশের জেনোসাইড এর আন্তর্জাতিক স্বীকৃতি” শীর্ষক সেমিনার ও আলোচনা- কী নোট স্পিকার- ডঃ প্রদীপ রঞ্জন কর।

৪) “অপারেশন সার্চলাইট” শীর্ষক ডকুমেণ্টটারী ফিল্ম প্রদর্শন

তারিখ, সময় ও স্থানঃ ৯ই ডিসেম্বর, শনিবার, ঠিক সন্ধ্যা-৬টা ডাইভারসিটি প্লাজা ও সন্ধ্যা ৭টা মামুন টিউটোরিয়্যাল (২য় তলা), ৩৭-২১ ৭২ ষ্ট্রিট, জ্যাকসন হাইষ্টস্, নিউইয়ক।