মোহাম্মদ আবদুল্লাহ,মক্কা থেকে:

তামান্না হজ গ্রুপের চুয়াডাংগার হাজীদের নিয়ে মিসফালাহ এর হিজরা রোডের হোটেলে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ। এ প্রশিক্ষন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তামান্না হজ গ্রুপের এমডি আসাদুল হক মামুন। প্রধান আলোচক ছিলেন ডঃ ওলিউর রহমান, প্রধান মুহাদ্দিস ও সহকারী মুফতি, ইসলামিক ফাউন্ডেশন,ঢাকা। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত ও অনুবাদ করেন মুফতি আরিফ বিল্লাহ( ইমাম জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদ,চুয়াডাংগা) সন্চালনায় ছিলেন তামান্না গ্রুপের ম্যানেজিং পার্টনার মাওলানা হাফিজুর রহমান । অনুুষ্ঠানে হাজীদেরকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি আসাদুল হক মামুন। হজের নানা করনীয় নিয়ে আলোচনা ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন প্রধান আলোচক ডঃ ওলিউর রহমান।
উল্লেখ্য অনুরুপ একটি প্রশিক্ষন ও আলোচনা মিসফালার ইব্রাহিম খলিল রোডের একটি হোটেলে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে