গতকাল [ শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ] নজরুল একাডেমী অব ইউএসএ'র ১০ বছর পূর্তি ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নগরীর কুইন্সের মেরি লুইস একাডেমী অডিটোরিয়ামে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল lসন্ধ্যা ৬:০০ টায় সাংস্কৃতিক সম্পাদিকা ও উপস্থাপিকা ডানা ইসলামের উদ্বোধনী ঘোষণার পর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক জনাব শাহ আলম দুলালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১:৩০ মিঃ এ সভাপতি জনাব মোহাম্মদ কিউ জামানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয় l

'বিশ্বায়নে নজরুল' শিরোনামে আলোচনায় অংশগ্রহণ করেন ডঃ গুলশান আরা কাজী, কাজী বেলাল, ডঃ ম্যাকডরমেট এবং ডঃ উইনস্টন ল্যাংলি l সঞ্চালনায় ছিলেন প্রফেসর ডঃ জিয়াউদ্দীন আহমেদ l'ফিরে দেখা' শিরোনামে নজরুল একাডেমীর ১০ বছর এর ওপর স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাকালীন ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ আজিজুল হক, কবি-লেখক এবিএম সালেহ উদ্দিন ও সিনিয়র সাংবাদিক মাহমুদ খান তাসের l সঞ্চালনায় ছিলেন প্রিতিষ্ঠাকালীন অন্যতম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মালেক l

বাংলাদেশ পারফর্মিং আর্টস [ বাফা ]'র শিল্পীরা নৃত্য পরিবেশন করেন l নাহরীন ইসলাম 'সৃষ্টি সুখের উল্লাসে' আর মেহের কবির 'বিদ্রোহী' কবিতা আবৃত্তি করেন l বিদ্রোহী কবিতার ওপর নৃত্য পরিবেশন করেন নীলা জারিন lনতুন প্রজন্মের শিল্পী সৌভিত রয় চৌধুরী, ঋতুজা ব্যানার্জী, সৃজিতা হিয়া ও ঋতিকা ব্যানার্জী সংগীত পরিবেশন করে l

নজরুল একাডেমীর নিজস্ব শিল্পীদের পরিবেশনা 'ঊষার দুয়ারে হানি আঘাত' এ অংশগ্রহণ করেন নার্গিস রহমান, হাফিজা বেগম, শিরিন আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, রুমা আলম, সৌভিত রয় চৌধুরী, ডঃ রুমা চৌধুরী, নার্গিস বেগম, ঋতুজা ব্যানার্জী, প্রিয়া প্রিয়াঙ্কা, ফারহানা তুলি, ডানা ইসলাম ও শাহ আলম দুলাল l একক পরিবেশনায় ছিলেন প্রিয়া প্রিয়াঙ্কা, জারিন মাইশা, ফারহানা তুলি ও লিমন চৌধুরী l পরিচালনায় ছিলেন লিমন চৌধুরী lতিনজন প্রথিতযশা ব্যক্তিকে নজরুল একাডেমীর ক্রেস্ট প্রদান করা হয় l অস্ট্রেলিয়া থেকে আসা এসময়ের অন্যতম শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী ডঃ নিরুপমা রহমান সর্বশেষ আকর্ষণ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক নজরুল সঙ্গীত পরিবেশন করেন lনজরুল একাডেমীর এক দশক পূর্তি ও নজরুল জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার মানসে 'সৃষ্টি সুখের উল্লাসে' নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে l পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রথিতযশা কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক, ছড়াকার তাঁদের মূল্যবান লেখা পাঠিয়ে স্মরণিকাকে সমৃদ্ধ করেছেন l সম্পাদনায় ছিলেন অধ্যক্ষ আজিজুল হক lবৃষ্টিবিঘ্নিত দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও নিউ ইয়র্ক ছাড়াও ট্রাই-স্টেট ও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছিল l নজরুল একাডেমী ইউএসএ'র পক্ষ থেকে কার্য নির্বাহী কমিটির সদস্য, সর্বস্তরের সাধারণ সদস্য, নজরুল ভক্ত সকল শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, শিল্পী, কলা-কুশলী, নেপথ্যের কুশীলব ও দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই l