শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মূলহোতা হিসাবে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ঠাণ্ডামাথার খুনি জিয়াউর রহমানের মরোনোত্তর বিচার এবং একইসাথে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা। ১৪ আগস্ট রোববার বৃহত্তর ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘটনের সভাপতি আলাউদ্দিন আহমেদ এবং সভা পরিচালনা করেন সহ সভাপতি সালেহ আহমেদ।
সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু সরকার, যুগ্ম সম্পাদক হাসানাত সানি, সাংগঠনিক সম্পাদক জিয়া করিম, যুবলীগ সভাপতি সাঈদ আলি, ভার্জিনিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অমর ইসলাম, সাধারন সম্পাদক জি আই রাসেল, ম্যারিল্যান্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মইনুল ইসলাম তাপস, মেট্রো ওয়াশিংটন আওয়ামীগের সাধারন সম্পাদক নুরুল আমিন নুরু, ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক খালেদা আক্তার, ডা: মোস্তাফা কানচন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, কবি লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি ড: খন্দকার মনসুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শাওন রিচার্ড গমেজ, ও ওয়াহিদুজ্জামান স্বপন।
ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়ার গভর্মেন্ট সেন্টারের মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানায় ।
সভায় পনেরই আগষ্টের সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
জিয়ার মরোনোত্তর বিচার দাবি ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

১৫ই আগস্ট, শোক দিবস স্মরণে জমাট ব্যাথা - জাকিয়া রহমান

যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের জাতীয় শোক দিবস পালন

নিউইয়র্কে আহলে বায়াত সম্মেলন অনুষ্টিত

যুক্তরাষ্ট্রে বিব্রতকর পরিস্থিতিতে শামীম ওসমান, সামলালেন নিজেই

মক্কার মিসফালায় তামান্না হজ গ্রুপের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনার আয়োজন

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও ”জাতীয় শোক দিবস “ পালন

বর্ণাঢ্য অয়োজনে ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মা-বাবা আর দেশের সেবা করুন : কাজী আকরাম উদ্দিন আহমেদ