জীবনের অনেক পথ পাড়ি দিয়ে

জীবনের অনেক পথ পাড়ি দিয়ে

এখন মনে হয়

প্রিয় ওই পথটাতে কতদিন হাঁটি নাই

যে পথটায় কৃষ্নচূড়া আগুন রঙা রুপটা ছড়ায়

বাউরী বাতাস দোল দিয়ে যায় বটগাছটার শাখায় শাখায়

মদনটাক মৌন হয়ে বসে থাকে গাছের আগায়

পথের ধারে ঘাসের পরে

বকুল ফুল পরে ঝরে

কুড়িয়ে নিতাম ঝরাফুল

আমার আচঁল ভরে

আজ হাজার পথের ভীড়ে

সে পথ আমার গিয়েছে হারিয়ে

ভালোবাসায় মগ্ন আমি

হেঁটেছি তোমার হাতটা ধরে

তোমারই পথের পরে

কত কিছু উপেক্ষা করে

ভালোবাসাকেই করেছি আমি আমার পথের ঠিকানা

তবু কেন মনে হয়

ভালোবাসার মতো ভালোবাসাটাই হলো না।বলতে অনেক বাসো ভালো

বলতে অনেক বাসো ভালো

আমার এই চুল দীঘল কালো

এখন সে চুল পরলে ভাতে

যাও কেন তুমি এত তেঁতে?

আমার এ চোখ কাজল মাখা

করতো তোমায় পাগল পারা

এখন যখন সাজতে বসি

তুমি যে দাও ভীষন তাড়া।

আমার এই অভিমানী মুখ

করতো তোমায় বেজায় ভাবুক

এখন যদি মুখ করি ভার

চালাও তুমি কথার চাবুক।

বসতে আমার গা টি ঘেসে

নানা রকম ছল ছুতাতে

এখন নাকি গন্ধ আসে

পেয়াজ রসুনের আমার গা তে।

খালি পেটে যদি মনটা ভরে

বসব না আর চুলার ধারে

হয়ে যাব আগের আমি

যাকে ভালো বাসতে তুমি

থাকবে না আর রান্না বাজার

তোমার আর আমার মাঝার।