প্রতিবারের মতো এবারও চমৎকার আয়োজনের মধ‍্য দিয়ে সম্পন্ন হলো কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি আয়োজিত মাদার'স ডে-র অনুষ্ঠান। কুইন্সের হলিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মায়েদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্যপ্রতিটি মা-কে ফুলের মালা দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি নিজ হাতে তৈরী নান্দদিক কার্ড প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। মাদার'স ডে-র কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। নির্দেশনা অনুযায়ী মায়েরা নিজস্ব পছন্দের উপহার নিয়ে আসেন, পরে লটারিতে উঠা নাম অনুসারে তা বিতরণ করা হয়। উপহার প্রদানের চমকপ্রদ আইডিয়াটি সবাই বেশ উপভোগ করেন।বর্ণিল সাজে সেজে আসা মায়েদের চোখে মুখে আনন্দ দেখে মনে হয়েছে দিনটি ছিলো শুধুমাত্র তাদের। অনুষ্ঠানে বাবা মায়েরা তাদের ভালোবাসার গল্প শেয়ার করেছেন। ফাঁকে ফাঁকে চলে কৌতুক ও গান। কমিউনিটি লিডার ফিরোজ আহমেদ চমৎকার গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। রকমারি খাবার শেষে জমজমাট অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।