রাস্তা ঐ ছোটে
- জাকিয়া রহমান
রাস্তা ঐ ছোটে মেঘ ছোঁয়ার আশায়,
আর পাহাড় তাকে ডেকে শোনায়-
বন পাহাড়ি সবুজ মায়ার গল্প দিনমান,
সরোবরে সেথা কেন গলে পরে সবুজ আভার অভিমান?
কখনো মৃদুমন্দ বাতাস কিংবা দমকা হাওয়ায়-
আনন্দে কি রোষে,
আজানা কি এক প্রেম-কেলির মত্ত সুধায়।
রাস্তা ঐ ছোটে মেঘ ছোঁয়ার আশায়,
আর জীবন ছোটে তার সাথে স্বপ্নের ধাওয়ায়।
দূরের আকাশ মথিত হয়ে তখন,
রচে কত ভালবাসার কবিতা সারাক্ষণ।
হয়তো বা অভিসারের রসলীলা নানা রঙে,
কিংবা বিচ্ছেদের অশ্রু ধারা নীলিমার অঙ্গে,
যার ছায়া জলের চিত্রপটে পরে-
রচিত হয় সুখ বিরহের ছবি অজানা শিল্পীর করে।
মনের কথার ভাসমান ছবি যেন এক কবিতা,
সময়ের সমুদ্রে সাঁতার কেটে বেড়ায় স্বপ্নের যাচিতা।
রাস্তা ঐ ছোটে মেঘ ছোঁয়ার আশায়,
আর আকাঙ্ক্ষা ছোটে তার সাথে জৌলুসের প্রেরণায়।
নয়নের প্রলুদ্ধ দৃষ্টিতে সবুজ আকুলায়,
ভ্রমের বশ্যতায়!
বন পাহাড়ি সবুজ মায়া বিলীন হয়ে যায়।
জলের চিত্রপটে আঁকা মন কবিতার,
ভাসমান কথার ছবি হয়ে উঠে যেন প্রস্তর ভার।
রাস্তার মেঘ ছোঁয়ার আশা হোঁচট খায়,
রাস্তা লক্ষ্যহীন অট্টালিকার অরণ্যের কুজ্ঝটিকায়।
নিরুদ্দেশ আকাশ!
রাস্তার জটপাকে জীবন হারিয়ে,
স্বপ্ন বিপথে লক্ষ্য হাঁকায়।