বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে গত ১১ মার্চ শনিবার নিউইয়র্কের হলিস-এ সম্পন্ন হলো চুরাশিয়ান আনন্দ আড্ডা। এস.এস.সি ’৮৪ ব্যাচ নর্থ আমেরিকা গ্রুপের প্রতিষ্ঠাতা শামস্ চৌধুরী রুশো-র বাসভবনে সীমিত পরিসরে আড্ডা শুরু হলেও প্রাণের টানে দূর দূরান্ত থেকে আরো চুরাশিয়ান বন্ধুরা ছুটে আসেন, ফলে এই আড্ডা মহামিলনমেলায় পরিণত হয়।
কানাডা থেকে বাংলাদেশ গ্রুপের এডমিন মিজান রহমান এসেছেন সপরিবারে। বাংলাদেশ গ্রুপের প্রতিষ্ঠাতা মশিউর রহমান মামুন ভার্চুয়ালি যুক্ত হন ইংল্যান্ড থেকে। নর্থ আমেরিকা গ্রুপের মডারেটর সামু হোসাইন সহ অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
গল্প-গান ও রকমারি খাবারে আড্ডা ভীষণ জমে ওঠে। সঙ্গীত পরিবেশন করেছেন নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চুরাশিয়ান হাসান মাহমুদ, আরটিভি বাংলার গায়েন খ্যাত তরুণ সঙ্গীত শিল্পী আলভান চৌধুরী। এছাড়াও আগত প্রতিভাবান চুরাশিয়ানরা সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। গভীর রাত পর্যন্ত আড্ডা চলে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে থিতু হওয়া বাংলাদেশ গ্রুপের এডমিন সাঈয়েদ মাহবুবুর রহমান লিপু ব্রঙ্কস থেকে আড্ডায় এসে যুক্ত হন। একই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অন্যরকম মাত্রা দিয়েছে। সবশেষে, ২২ জুলাই নায়াগ্রা-য় অনুষ্ঠিতব্য নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনামেলার ব্যাপক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।