বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচ এস সি পাশ করে আসা ছাত্র ছাত্রীদের ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর 25th Silver Jubilee প্রোগ্রাম অনুষ্ঠিত হলো এবার টেক্সাস এর হুস্টন শহরে! বর্ণিল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউএস এর বিভিন্ন স্টেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক বন্ধু । বন্ধুদের জন্য নিবেদিত প্রাণ রুমকি ও রোমানার আন্তরিক প্রচেষ্টায় এই প্রোগ্রাম টেক্সাসে সফল হবে অনুষ্ঠিত হয়।
যে বিচ্ছিন্নতার ও বৈষম্যের পৃথিবীতে আমরা বাসকরি, পরম বন্ধুত্ব দিয়েই সেটাকে বদলানো সম্ভব। তাই এই গ্রুপের সদস্যরা বিশ্বাস করে, একমাত্র বন্ধুত্ব দিয়েই আমরা এই জগতকে আরো সুন্দর করতে পারি।জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭/৯৯ বন্ধু রুমকি, শান্তা, আঞ্জেলা, রোমানা, মেরি,সঞ্চিতা ফারাহ, দিনার, মনি সহ আরো অনেক বন্ধু।
২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯ এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় চার শতাধিক। সংগঠনটি দেশে এবং বিদেশে সেবা মূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, বার বি কিউ সহ বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন তা জানায় অ্যাডমিন তানভীর আতাহারী, কাজী সজীব, শামস শাহরিয়ার এবং জামিল সরোয়ার। সংগঠনটি ধীরে ধীরে পুরো ইউএসএ জুড়ে পূর্ণতা লাভ করছে।