গত  ৮ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে জয়া পার্টি হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল  বাপা’র  জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সময়ের আলোচনায় অংশ নেন বাপা’র  প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এনআরবি সেন্টারের প্রেসিডেন্ট শেকিল চৌধুরীক । অনুষ্ঠানটি স্পন্সর করেন অ্যাটর্নি মঈন চৌধুরী

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের চ্যাপলিন ইমাম তাহির কুকাজ এবং আজান পরিচালনা করেন বাপার সদস্য পুলিশ অফিসার হোসাইন।এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি  আসিফ আহমেদ, ইমাম মোহাম্মদ ইসমাইল, বাপা’র সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক,  সাবেক সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান,  সংগঠনের ২য় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার  সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সরোয়ার, কমিউনিটি লিয়াজন অফিসার  মাহবুবুর জুয়েল, সার্জেন্ট অফ আর্মস সার্জেন্ট হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি  ডিটেকটিভ মাসুদ রহমান, অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ , অফিসার রাজীব,  ট্রাফিক সুপারভাইজার মোহম্মদ ইসলাম (অনিক), অফিসার রিপন ইসলাম,  ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন, সাবেক বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্য সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ এই ইফতার মাহফিলে যোগদান করেন।