১৭ জানুয়ারি সিএমজি আয়োজিত ‘২০২৩ বসন্ত উৎসব অপেরা পার্টির’ প্রেস ব্রিফিংয়ে অনুষ্ঠানের বেশ কিছু সৃজনশীল উজ্জ্বল বিষয়ের ব্যাখ্যা করা হয়েছে। পার্টিটি অপেরা শিল্প থেকে চীনা সভ্যতার আধ্যাত্মিক পরিচয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। চীনের পরম উৎকৃষ্ট ঐতিহ্যবাহী সংস্কৃতির সৃজনশীল রূপান্তর ও সৃজনশীল উন্নয়নের চর্চা ও উচ্চ-উদ্দীপনাপূর্ণ উৎসবের পরিবেশ তৈরি করে।
পার্টির জন্য একটি ৩৬০ ডিগ্রির প্যানোরামিক ইমারসিভ বৃত্তাকার প্রধান মঞ্চ পরিকল্পনা করা হয়েছে।পার্টিতে চীনের প্রায় ৩০টি অপেরা গ্রুপ ও ৭০টির বেশি দল ও স্কুল কাজ করবে। লোকশিল্প সংগ্রহ ভিডিও, অপেরা পরিস্থিতিগত উপস্থাপনা এবং চলচ্চিত্র ও টিভি নাটকের মধ্যে নতুন অনুষ্ঠানের মাধ্যমে অপেরার ইতিহাস অনুসন্ধান ও গভীর সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে।
২২ জানুয়ারি সন্ধ্যা ৮টায় সিসিটিভি-১ ও সিসিটিভি-১১ চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে। এ ছাড়া চায়না মিডিয়া গ্রুপের মোবাইল এপিপি-তেও দেখা যাবে।
সূত্র:প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।