চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মালয়েশিয়া সফর উপলক্ষ্যে, গত (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে ‘যৌথভাবে সমৃদ্ধ উন্মোচন’ শীর্ষক চীন-মালয়েশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-প্রচারমন্ত্রী, সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং, মালয়েশিয়ার বিজ্ঞান ও উদ্ভাবনমন্ত্রী চ্যাং লিহ কাং, মালয়েশিয়ার টেলিযোগাযোগ উপমন্ত্রী তেও নি চিং অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। মালয়েশিয়ার অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, একাডেমি এবং গণমাধ্যমের দুই শতাধিক প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেন হাই সিয়োং বলেন, চায়না মিডিয়া গ্রুপ সর্বদা চীন-মালয়েশিয়া বন্ধুত্বের রেকর্ডার, বর্ণনাকারী ও প্রবর্তক হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে সিএমজি মালয়েশিয়ার প্রাসঙ্গিক বিভাগ এবং মূলধারার গণমাধ্যমের সাথে সহযোগিতা আরও গভীর করেছে, দু’দেশের জনগণের সাধারণ উদ্বেগের উপর আলোকপাত করেছে এবং ‘আমাদের গল্প’, ‘বিশ্ব দেখুন’ এবং ‘এশীয় দৃষ্টিভঙ্গির’ মতো প্রোগ্রাম চালু করেছে, আধুনিকীকরণের যাত্রায় দুই দেশের মধ্যে পারস্পরিক সমর্থন, সাধারণ উন্নয়নের প্রাণবন্ত অনুশীলন ছড়িয়ে দিয়েছে এবং চীন-মালয়েশিয়া বন্ধুত্বের উষ্ণ স্রোত সংগ্রহ করেছে। সিএমজি মালয়েশিয়ান বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়, যাতে যৌথভাবে চীন-মালয়েশিয়া সাংস্কৃতিক বিনিময়ের একটি নতুন অধ্যায় রচনা করা যায় এবং কর্মকাণ্ডের মাধ্যমে একটি নতুন স্তরে চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরও অবদান রাখা যায়।

চ্যাং লিহ কাং এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তার বক্তৃতায় তিনি বলেন, মালয়েশিয়া ও চীনের বন্ধুত্ব হাজার হাজার বছর ধরে টিকে আছে। মালয়েশিয়া ও চীনের নেতাদের কৌশলগত নির্দেশনায়, দুই দেশই জয়-জয় সহযোগিতার এক চমৎকার অধ্যায় রচনা করে চলেছে। মালয়েশিয়া ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের বন্ধন উন্নীত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে, আশা করা যায়, সিএমজি ও মালয়েশিয়ার সব পক্ষের মধ্যে একাধিক খাতে ব্যবহারিক সহযোগিতা দু’দেশের জনমতের ভিত্তিকে আরও সুসংহত করবে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়নকে উৎসাহিত করবে এবং মালয়েশিয়া-চীন বন্ধুত্বের ধারাবাহিকতায় নতুন অবদান রাখবে।

সূত্র : শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।