NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘২০২৩ বসন্ত উৎসব অপেরা পার্টির’ প্রেস ব্রিফিং


প্রেমা, বেইজিং: প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৩:২৩ পিএম

‘২০২৩ বসন্ত উৎসব অপেরা পার্টির’ প্রেস ব্রিফিং

 


১৭ জানুয়ারি সিএমজি আয়োজিত ‘২০২৩ বসন্ত উৎসব অপেরা পার্টির’ প্রেস ব্রিফিংয়ে অনুষ্ঠানের বেশ কিছু সৃজনশীল উজ্জ্বল বিষয়ের ব্যাখ্যা করা হয়েছে। পার্টিটি অপেরা শিল্প থেকে চীনা সভ্যতার আধ্যাত্মিক পরিচয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। চীনের পরম উৎকৃষ্ট ঐতিহ্যবাহী সংস্কৃতির সৃজনশীল রূপান্তর ও সৃজনশীল উন্নয়নের চর্চা ও উচ্চ-উদ্দীপনাপূর্ণ উৎসবের পরিবেশ তৈরি করে।

পার্টির জন্য একটি ৩৬০ ডিগ্রির প্যানোরামিক ইমারসিভ বৃত্তাকার প্রধান মঞ্চ পরিকল্পনা করা হয়েছে।পার্টিতে চীনের প্রায় ৩০টি অপেরা গ্রুপ ও ৭০টির বেশি দল ও স্কুল কাজ করবে। লোকশিল্প সংগ্রহ ভিডিও, অপেরা পরিস্থিতিগত উপস্থাপনা এবং চলচ্চিত্র ও টিভি নাটকের মধ্যে নতুন অনুষ্ঠানের মাধ্যমে অপেরার ইতিহাস অনুসন্ধান ও গভীর সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। 

২২ জানুয়ারি সন্ধ্যা ৮টায় সিসিটিভি-১ ও সিসিটিভি-১১ চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে। এ ছাড়া চায়না মিডিয়া গ্রুপের মোবাইল এপিপি-তেও দেখা যাবে।
সূত্র:প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।