গত (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরের তথ্য তুলে ধরেছেন।
তিনি জানান, ১৪ ও ১৫ এপ্রিল চীনের কামিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর করেছেন। ১০ বছরে এটি তাঁর চতুর্থ ভিয়েতনাম সফর। পাশাপাশি, তা প্রেসিডেন্ট সি’র চলতি বছরের প্রথম বিদেশ সফর। সফরটি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। যা দু’দেশের অভিন্ন কল্যাণকর সমাজ নির্মাণ ও দু’দেশের সমাজতান্ত্রিক উন্নয়নে নতুন উপাদান যুক্ত করেছে এবং আঞ্চলিক ও বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি যুগিয়েছে।
চীনা মুখপাত্র জানান, চীন ভিয়েতনামের সঙ্গে দু’পার্টি ও দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে, দু’দেশের ‘কমরেড ও ভাইয়ের’ মতো ঐতিহ্যবাহী বন্ধুত্ব উন্নত করবে, উচ্চ গুণগত মানের সার্বিক কৌশলগত সহযোগিতা এগিয়ে নেবে, আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করবে, দু’দেশের অভিন্ন কল্যাণকর সমাজের নির্মাণকাজের সুষ্ঠু ও স্থিতিশীল অগ্রযাত্রা নিশ্চিত করবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় নতুন ও বড় অবদান রাখবে।
সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।