চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কম্বোডিয়া সফরের সময় গতকাল (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, কম্বোডিয়ার রয়েল একাডেমির যৌথ উদ্যোগে চীন-কম্বোডিয়া মানব ও সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান নমপেনে অনুষ্ঠিত হয়েছে। চীন-কম্বোডিয়া গণমাধ্যমের অংশীদারি ব্যবস্থা চালু, চীন-কম্বোডিয়া সভ্যতা বিনিময় অনুষ্ঠান প্রচার শুরু, দশম ওপেন-এয়ার সিনেমা অনুষ্ঠান চালু, সিএমজি এবং কম্বোডিয়ার বেশ কয়েকটি সরকারি সংস্থা, গণমাধ্যম ধারাবাহিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। কম্বোডিয়ার পিপলস পার্টির চেয়ারম্যান হুন সেন অভিনন্দন বাণী পাঠিয়েছেন। দু’দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, একাডেমি ও গণমাধ্যমের প্রায় দুইশ’ জন প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। 

হুন সেন অভিনন্দন বাণীতে বলেছেন, চীন হল কম্বোডিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। মানব ও সাংস্কৃতিক বিনিময় দু’দেশের জনগণের মধ্যে বন্ধন। দু’দেশের গণমাধ্যমের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তিনি বিশ্বাস করেন, এই অনুষ্ঠান আবারও দু’দেশের উপলব্ধি ও আস্থা বাড়াবে।

চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিমএজির মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, সিএমজি সর্বদা চীন ও কম্বোডিয়ার জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। সিএমজি এবং কম্বোডিয়ান ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চীন-কম্বোডিয়া ফ্রেন্ডশিপ চ্যানেল’ দশ বছরেরও বেশি সময় ধরে চালু রয়েছে এবং এটি চীন-কম্বোডিয়া মিডিয়া সহযোগিতার একটি যুগান্তকারী ব্র্যান্ড হয়ে উঠেছে; ‘ওপেন-এয়ার সিনেমা’ কার্যক্রম ১০ বছরে কম্বোডিয়ার ২৫টি প্রদেশ ও শহরে ভ্রমণ করেছে এবং চীন ও কম্বোডিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য এটি একটি সুবর্ণ কার্ড; সিএমজির উচ্চমানের অনুষ্ঠান যেমন "সি চিন পিংয়ের কালচারাল অ্যাফিনিটি" সম্প্রতি কম্বোডিয়ান ন্যাশনাল টেলিভিশনের মতো মূলধারার মিডিয়াতে সম্প্রচারিত হয়েছে এবং ইতিবাচক সাড়া ও ব্যাপক প্রশংসা পেয়েছে। সি চিন পিংয়ের সফরের সময়, সিএমজি এবং কম্বোডিয়ার সকল ক্ষেত্র সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু করেছে, আন্তর্জাতিক আলোচনা ব্যবস্থার পুনর্গঠন, শান্তিপূর্ণ উন্নয়নের উপর ঐকমত্য তৈরি এবং আন্তর্জাতিক জনমতের ক্ষেত্রে বিশ্বব্যাপী দক্ষিণের কণ্ঠস্বরকে উন্নত করেছে। 

সূত্র : শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।