ভারত ও বাংলাদেশের মধ্যে মুর্শিদাবাদে একটি নতুন স্থলবন্দর খোলার প্রস্তাব লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর।
আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২২ হতে তিন দিনের সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসন্ন সফরে বন্ধু প্রতিম দুই দেশের জাতীয় স্বার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও চূড়ান্ত করা হবে।
ভারত সফর চলাকালীন মুর্শিদাবাদের জলঙ্গীর চর কাঁকমারী ও বাংলাদেশের রাজশাহীর চারঘাটের মধ্যে স্থলবন্দরের প্রস্তাব নিয়ে আলোচনা করার অনুরোধ জানিয়ে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন লোকসভার কংগ্রেস নেতা সাংসদ অধীর চৌধুরী।
বাংলাদেশের রাজশাহী সহ আরও বেশ কয়েকটি জেলা সহ মালদা ও মুর্শিদাবাদের বহু নাগরিকের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বানিজ্যে এই স্থলবন্দরের গুরুত্ব উল্লেখ করে তিনি চিঠিতে বলেন,- ,
বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদের অনেকগুলো সীমান্তবর্তী এলাকা রয়েছে। জলঙ্গি ব্লক এবং এর আশেপাশের বাসিন্দারা অত্যন্ত দরিদ্র, তাই অসাধু চোরাকারবারীরা প্রায়ই সীমান্ত এলাকার দরিদ্র এবং বেকার যুবকদের চোরাচালান সহ অবৈধ কার্যকলাপে প্রলুব্ধ করার চেষ্টা করে। বাংলাদেশের জলঙ্গী এবং রাজশাহী জেলার মধ্যে পদ্মা নদীর উপর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন ও একটি স্থল বন্দরের সূচনা হলে মুর্শিদাবাদ জেলা ও উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের সূত্রপাত করতে পারে; যা এমনকি তথাকথিত চোরাকারবারীকে আইনি ব্যবসায়ীতে পরিবর্তন করতে পারে।
উল্লেখ্য, ইতি পূর্বেও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী গত ২৫ শে অক্টোবর, ২০২১ এ ভারতের মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী জেলার মধ্যে একটি স্থলবন্দর খোলার বিষয়ে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি লেখেন। এবারেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরের প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে দ্বিপাক্ষিক এজেন্ডায় আলোচনার জন্য বিবেচনা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে মুর্শিদাবাদে একটি নতুন স্থলবন্দর খোলার প্রস্তাব লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০১:৫২ পিএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

চীনে বিশ্ব ইন্টারনেট সম্মেলনে প্রযুক্তির সর্বশেষ অর্জন ফুটে উঠেছে

চীনের বিভিন্ন গ্রামে আদা ও চা দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা পালন করেছে

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর ”আন্তর্জাতিক খাদ্য উৎসব - ২০২২” এ অংশগ্রহন

বুয়েনস আইরেস, আর্জেন্টিনায় পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা: মারকসুরে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন প্রত্যাশা

বিশ্ব খাদ্য নিরাপত্তায় চীনের বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা

বেইজিংয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

অশান্ত বিশ্বে শান্তির পক্ষে চীনের মূল্যবান নিশ্চয়তা

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১০৪.১ বিলিয়ন মার্কিন ডলার