চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৫ নভেম্বর বিকেলে ভিডিওয়ের  মাধ্যমে উহান শহরে অনুষ্ঠিত জলাভূমি-বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারীদের ১৪তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভাষণ দিয়েছেন। 


‘জলাভূমি রক্ষা, ভবিষ্যৎ রক্ষা এবং জলাভূমির মাধ্যমে বিশ্বকে রক্ষার কার্যক্রমকে এগিয়ে নেওয়া’ শীর্ষক এই বক্তৃতায় প্রেসিডেন্ট সি বলেন, চীন মানুষ ও প্রকৃতির মধ্যে সম্প্রীতিময় সহাবস্থানের আধুনিকায়ন গড়ে তুলবে এবং জলাভূমি সংরক্ষণের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করবে। চীন তার ‘জাতীয় উদ্যানের স্থানিক বিন্যাস পরিকল্পনা’ প্রণয়ন করেছে। চীন জাতীয় পার্ক স্থাপন করবে, যার আয়তন হবে ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। 

তিনি বলেন, চীন প্রায় ১ কোটি ১০ লাখ হেক্টর জলাভূমি জাতীয় উদ্যান ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবে। জাতীয় জলাভূমি সুরক্ষা পরিকল্পনা এবং প্রধান জলাভূমি সুরক্ষা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে চীন। আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নেবে, পরিযায়ী পাখির জন্য চীনের মধ্য দিয়ে যাওয়া চারটি রুটকে রক্ষা করবে, শেনচেন শহরে একটি ‘আন্তর্জাতিক ম্যানগ্রোভ সেন্টার’ প্রতিষ্ঠা করবে এবং গ্লোবাল কোস্টাল ফোরামের আয়োজনে সহায়তা করবে চীন। সূত্র:সিএমজি।