গত জুলাই পর্যন্ত চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১০৪.১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের মাস তথা জুন মাসের চেয়ে৩২.৮ বিলিয়ন ডলার বেশি। প্রবৃদ্ধি হয়েছে ১.০৭ শতাংশ। চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা পরিচালনা ব্যুরো ৭ আগস্ট এ তথ্যজানায়।

ব্যুরো জানায়, গত জুলাই মাসে চীনের বৈদেশিক মুদ্রার বাজারসাধারণত স্থিতিশীল এবং দেশে বৈদেশিক মুদ্রার সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় ছিল। জাতীয় বৈদেশিক মুদ্রাপরিচালনা ব্যুরোর উপ-পরিচালক ও মুখপাত্র ওয়াং ছুন ইংসাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আর্থিক বাজারে মার্কিনডলারের সূচক বেড়েছে। বিনিময় হারে রূপান্তর এবং সম্পদেরমূল্য পরিবর্তনের প্রভাবে জুলাই মাসে চীনের বৈদেশিক মুদ্রাররিজার্ভ বেড়েছে।

সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ