১৭ই নভেম্বর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও মার্কিন-চীন কিশোর শিক্ষার্থী যোগাযোগ সমিতির যৌথ উদ্যোগে, ‘চীন-মার্কিন বন্ধুত্বপূর্ণ সংলাপ’ শুক্রবার সান ফ্রান্সিসকোতে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়োং, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ, আইওয়া সিস্টার স্টেটসের প্রথম নির্বাহী পরিচালক সারাহ ল্যান্ড, জেনারেল স্টিলওয়েলের জন ইস্টারব্রুক, চীনের ফুচিয়ানের গবেষক মু ইয়ান লিং এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
শেন হাই সিয়োং তাঁর ভাষণে বলেন, সান ফ্রান্সিসকোতে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। সান ফ্রান্সিসকো অবশ্যই হবে দু’দেশের সম্পর্ক স্থিতিশীল করার নতুন সূচনাবিন্দু। 

তিনি বলেন, চীন-মার্কিন সম্পর্ক হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। এতে গণমাধ্যম সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ানোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বাধিক ব্যবসায়িক ফর্ম ও বিস্তৃত কভারেজসহ বিশ্বের বৃহত্তম ব্যাপক আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে সিএমজি দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা ও যোগাযোগ উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করছে। অনুষ্ঠানে সিএমজির সাথে মার্কিন-চীন কিশোর শিক্ষার্থী বিনিয়োগ সমিতি, মার্কিন-চীন বিমান চলাচল ধ্বংসাবশেষ তহবিল, ও হেলেন ফস্টার স্নো ফাউন্ডেশনের মধ্যে সংস্কৃতি,  তথ্য ও শিক্ষা ক্ষেত্রে একাধিক সহযোগিতা স্মারকলিপি স্বাক্ষরিত হয়। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।